রাউজানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তড়িৎ কান্তি বড়ুয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত,গীতা পাঠ,শপথ বাক্য পাঠ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী সালাউদ্দীন আহমেদ। শিক্ষক এমরান উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হোসাইন।বিশেষ অতিথি ছিলেন শহিদুল আলম, মুহাম্মদ নুরুল আলম,রাউজান প্রেসক্লাব সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন,মোঃ কমরুল, সমাজসেবক জমাল উদ্দিন তালুকদার ।উপস্থিত ছিলেন সমাজসেবক হারুনুর রশিদ বাবুল, মোঃ ইউছুফ তালুকদার, মোঃ রাসেদুল আলম চৌধুরী, ওসমান গণী রুবেল, মোঃ কমর উদ্দিন জীতু, মোঃ রিফাত, মরিয়ম বেগম,নাছির উদ্দিন,হারুনুর রশীদ, মোহাম্মদ আলী,রিদুয়ানুল হক,আশরাফুল ইসলাম,উম্মে কুমকুম হাবীবা,চুমকি দাশ,মৌসুমী বানু।স্কুলে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন অতিথিবৃন্দ।পরে মাস্টারদা সূর্যসেন,কবি নবীন চন্দ্র সেন,মাহববুল আলম চৌধুরী ,আবদুল হক চৌধুরী স্মরনে শিক্ষার্থীদের ৪টি স্টল (হাউজ) উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় ৪টি স্টলে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি নানা রকমের পিঠা-পুলির মধ্যে ছিল ফুলঝুড়ি, পাকন পিঠা, লেয়ার পুডিং, ক্যারামেল পুডিং, বেণি পিঠা, নারকেল পুলি, ডিম কুকিজ, পাটিসাপটা, তালের পিঠা, ঝাল পিঠা, কলার পিঠা, ভাপা পিটা ইত্যাদি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩০টি ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং শিক্ষক মুহাম্মদ হোসাইন উপজেলা স্কাউট সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মাননা তুলে দেন প্রাধন অতিথি।
Leave a Reply