1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী রাউজান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার-২ রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোস্যাল ক্লাব ওমানে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

রাউজানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে লুটপাটের অভিযোগে,নারীদের মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান :
চট্টগ্রামের রাউজানে প্রবাসী মো. রাসেল সহ কয়েক পরিবারে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটপাটের অভিযোগ এনে মানববন্ধন করেছে শতাধিক নারী। ১৭ ফেব্রুয়ারী সোমবার বিকালে রাউজান সদর ইউনিয়নের ০৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই এলাকার ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা।  মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী পরিবারের প্রবাসী রাসেলের মা রেহেনা বেগম বলেন,‘গত ১৫ ফেব্রুয়ারি রাতে ২০-৩০জন সাদাপোশাকধারী ব্যক্তি তাদের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয় দিয়ে দরজা খোলার জন্য বললে আমরা দরজা খোলার আগেই তারা পেছনের লোহার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পাকা ঘরের দ্বিতীয় তলা নির্মাণের জন্য ওমান থেকে আমার ছেলের প্রেরণকৃত ঘরের খাটের বক্সে রক্ষিত নগদ প্রায় ২১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া বিভিন্ন আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার লুট করে নেয়। তাছাড়া বাগানের কাজের ও ঘরের নিত্যব্যবহৃত দা-ছুরিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র ও পানি সঞ্চালন লাইন এবং পানির ট্যাংক, জানালা ভাঙচুর করা হয়। পরিবারের কয়েকজনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আমার ৩ ছেলেই প্রবাসী। একই রাতে ওই এলাকার বেপারী পাড়ায় মো.আরমানের বাড়ি থেকে ১৫হাজার নগদ টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়।
স্থানীয় দিদারের বোন তানজু আকতার বলেন, আমি শ^শুর বাড়ি থেকে বাপের বাড়ি বেপারী পাড়ায় বেড়াতে এসেছিলাম। ১৬ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একদল মানুষ ঘরে প্রবেশ করে। অন্তঃসত্ত্বা বোনের ডেলিভারির জন্য আমার কাছে রাখা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। একই ওয়ার্ডের উত্তর পাড়ার সিএনজি চালক মানিকের স্ত্রী রিনা আকতার বলেন, ওই রাতে আমাদের ঘরে প্রবেশ করে আলমিরার চাবি খুঁজতে থাকে। এসময় আমি ভয়ে উনাদেরকে চাবি দিয়ে দিই। তারা আলমিরা খুলে নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়। স্থানীয় আবছারের ভাইয়ের স্ত্রী রেহেনা আকতার বলেন, আমাদের ঘরে প্রবেশ করে প্রথমে আবছার কোথায় জিজ্ঞেস করে ব্যাপক তল্লাসি শুরু করে। আমরা তাদের জানিয়েছি আবছার দীর্ঘদিন ধরে এলাকাছাড়া। কোথায় আছেন তা আমরা জানিনা। তার সাথে আমাদের যোগাযোগ নেই। স্থানীয় মরিয়ম বেগম নামে আরেক নারী বলেন, ‘রাতের অন্ধকার নেমে আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল ব্যক্তি হানা দিচ্ছে। ভয়ে পুরুষেরা এলাকাছাড়া। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মানববন্ধনে বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট