1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। নোয়াজিষপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের  জনসাধারণের সাথে মতবিনিময় সভা রাউজানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কদলপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ রাউজান পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৩তম আশুরা মাহফিল উদযাপিত

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মাহে মহররম এর দশ তারিখ পবিত্র আশুরা নামে পরিচিত। এদিনটি ইতিহাসে অনেক তাৎপর্য বহন করে। এ দিনেই হযরত আদম (আ.)—কে সৃষ্টি করা হয়, হযরত ইব্রাহিম (আ.) অগ্নিকুণ্ড থেকে, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে, হযরত আইয়্যুব (আ.) রোগ থেকে মুক্তি লাভ করেন। এই দিনেই কারবালার ফোরাত নদীর তীরে নবীজির প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.)—কে শহিদ করা হয়।কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) এ^ঁর আত্মত্যাগ হক এবং বাতিলের ব্যবধানকে ফুটিয়ে তোলে, সত্য এবং মিথ্যার তফাৎকে স্পষ্ট করে, আশেকে রাসূল (দ.) এবং দুশমনে রাসূল (দ.) এর পরিচয়কে তুলে ধরে। সত্যের পথে এবং মতে ইমাম হুসাইন (রা.) যে আপোষহীন মনোভাব দেখিয়েছন তা যুগে যুগে সত্যানুসন্ধানী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই অনুপ্রেরণা এবং প্রিয় নবীজির ভালোবাসায় হযরত গাউছুল আজম (রা.) আজীবন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছেন। এই মহান ব্যক্তিত্বের তরিক্বতে রয়েছে মুহাব্বতের নিয়তে প্রতিদিন ১১১১ বার দরূদ শরীফ কখনো ক্বাজা হয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে আদায় করা ছাড়াও তরিক্বতের নির্দিষ্ট স্তরে পেঁৗছার পর আহলে বায়াতের উপর ১২৫ বার দরূদ শরীফ পড়তে হয়। যা একদিকে যেমন প্রিয় রাসূল (দ.) এঁর ভালোবাসাকে সমুন্নত করে অন্যদিকে আহলে বায়াতের প্রতি ভালোবাসাকে ফুটিয়ে তুলে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত আমলগুলো শুধু মহররম মাসে পালন করা হয় না বরং সমস্ত জীবনে পালন করে যেতে হয়। সুবহানআল্লাহ।গত (৫ জুলাই) শনিবার বাদে যোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র শোহাদায়ে কারবালা (রা.)স্মরণে ৭৩তম আশুরা মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।মিলাদ—কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি—সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট