নোয়াজিষপুর ইউনিয়নের তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শুক্রবার বিকেলে গহিরা বাক্স আলী চৌধুরীর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত ৫ আগষ্ট ১৬ বছরের স্বৈরশাসককে উৎখাত করে নতুন একখান স্বাধীন রাষ্ট্রয় পেয়েছি।তরুণদের এই স্বাধীনতা যে কোন কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে। তরুণদের হাতে আগামীর বাংলাদেশ।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান। অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন,যুবদল নেতা দিদারুল আলম,বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী। তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন রিফাত,এনাম হোসেন,মহিবু্ল্লাহ,আরমান,ইমন,অনিক,বাবলু,ফমি, সাইফুল ইসলাম,মুন্না,সজল,বোরহান, কাউসার,সঞ্জয় দাশ,টুটুল দাশ,রনি,নেওয়াজ,আকাশ,আদিল সিকদার, মোহাম্মদ বাবু,জুনায়েদ, অমি, নওশাদ, ফাহিম, আবু বক্কর, জিহাদ,মিনহাজ,জুবায়ের,সোলাইমান,রায়হান, মোহাম্মদ রহিম,মারুফ, শাহেদ,জিসান, আকিব, হাসান,আরমান প্রমুখ।
Leave a Reply