
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের গণি হাজী জামে মসজিদের জায়গা, চলাচলের রাস্তা এবং ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশি মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে।এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লী ও জমির মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির মালিক মোহাম্মদ লোকমান, ফরমান ও মোহাম্মদ আকতার হোসেনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের ব্যক্তি মালিকানাধীন জমি ও মসজিদের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বলেন,আমি আমার নিজস্ব জায়গার মধ্যেই নির্মাণকাজ করছি। কারো জমি বা মসজিদের জায়গা দখল করিনি। কেউ ভুল বুঝলে কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করা যেতে পারে।অন্যদিকে গণি হাজী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী টিপু ও সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান অভিযোগ করে বলেন,মসজিদের নিজস্ব জায়গা ও চলাচলের রাস্তা দখল করে দেয়াল ও গেট নির্মাণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।শনিবার সকালে রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দেন।
Leave a Reply