
আগামী কাল (১৩ ডিসেম্বর) শনিবার এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৯১ তম এনামী জলসা বেলা ৩ টা হতে চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত উক্ত মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।উক্ত এনামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ,নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী,এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ প্রমুখ।উক্ত এনামী জলসায় ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
Leave a Reply