
চট্টগ্রামের রাউজানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর বিরুদ্ধে মোট ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ অভিযান শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে।অভিযান চলাকালে কাজীপাড়ার সি.বি এম ব্রিকসকে ৩ লাখ টাকা, রশিদর পাড়ার এসএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা,পূর্ব রাউজান কেবিআই ব্রিকসকে ৪ লাখ টাকা এবং ডাবুয়া কলমপতির কেবি এম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।একই সাথে চারটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন,পরিদর্শক চন্দন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “রাউজানে মোট ৩২টি অবৈধ ইটভাটা রয়েছে, এর মধ্যে ২৬টি বর্তমানে চালু। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।তিনি আরও বলেন, “কৃষি জমি ও পাহাড় টিলা কেটে মাটি সংগ্রহ এবং জ্বালানির জন্য কাঠ ব্যবহারের অভিযোগ থাকায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে।”
Leave a Reply