
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক জেলা বিএনপির সদস্য রেজাউল রহিম আজম, রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা তৈয়ব সুলতান, তছলিম উদ্দিন, যুবদল নেতা সাদেক সুলতান পারভেজ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ,আশিকুর রহমান ফয়েজ, সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ সালাউদ্দিন, শহীদুল ইসলাম, হেলাল উদ্দিন, দিদার আলম বাচা, জাবের উদ্দিন জাবেদ,মোহাম্মদ আইয়ুব, ইরফান চৌধুরী সাকিল, মোহাম্মদ রাশেদ, মহিউদ্দিন, নাছির উদ্দীন, মোসলেম উদ্দিন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক,জাহাঙ্গীর আলম, তৌহিদুল আলম, মোহাম্মদ বাবু, মোহাম্মদ জমির, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ মুন্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল আজম বেলাল।
Leave a Reply