রাউজান নোয়াপাড়া কচুখাইন মুহম্মদীয়া দরবার শরিফের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(স.)উপলক্ষে আগামি (১৬ অক্টোবর) সোমবার বাদ মাগরিব থেকে নুরানী মাহফিল সদরে জলছা শাহাজাদা মুহাম্মদ হোসাইন শাহ ছাহেব(মা.জি.আ)ছদারতে মাজার সংলগ্ন ময়দানে অনুষ্টিত হবে।এতে আঞ্জুমানে বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরিফ কমিটির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়াছে।কমিটির পক্ষ থেকে মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন মোঃ কামাল উদ্দিন।
Leave a Reply