মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান দক্ষিণ হিংগলা ও কলমপতি ৯নং ওয়ার্ড শাখা‘র ব্যাবস্থপনায়- “পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ” ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান বার্ষিক মাইজভাণ্ডারী সম্মেলন❞ সুন্দর সফল করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জলিল নগর শাখার সভাপতি মিজান উদ্দীন মুন্সী। মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারীর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ক জোনে সমন্বয়কারী আনিসুল খান বারব। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কাজী আসলাম, জলিল নগর শাখার সাধারন সম্পাদক সাহাবুউদ্দিন, মুন্সির ঘাটা শাখার সভাপতি মোঃ রাসেল, রাউজান সদর শাখার সাধারন সম্পাদক আবদুল হাকিম সেলিম, সাপলঙ্গা শাখার সভাপতি খোরশেদুল আলম মানিক । আগামী ১ ডিসেম্বর শুক্রবার দক্ষিন হিংগলা আবিদ আলী তালুকদার জমে মসজিদ মাঠে নবম মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হবে ।
Leave a Reply