1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা  শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর। রাউজান বিএনপি নেতা শিক্ষক হাবিব উল্লাহ মাস্টারের বড় বোনের ইন্তেকালঃ বিএনপির শোক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি শাখার মহিলা কমিটি গঠন নোয়াজিষপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন রাউজানে হক কমিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’’শ্লোগানে রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় শ্যামাচরণ সড়কের উন্নয়নকাজে এলাকাবাসীর স্বস্তি

রাউজানে সন্ধ্যা হলেই প্রতিযোগিতা চলে পাহাড়-টিলা কাটার মহোৎসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

রাউজানে সন্ধ্যা হলেই প্রতিযোগিতা চলে পাহাড়-টিলাও কৃষি জমি কাটার।মাটি খেকোরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ভেকু দিয়ে নির্বিচারে পাহাড় টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করছে। পাহাড় কাটার অধিকাংশ মাটি যাচ্ছে রাউজানের বিভিন্ন এলাকার কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট কাজে।সরেজমিনে দেখা গেছে, রাউজানের পূর্ব রাউজান রশিদ পাড়া, কাজী পাড়া,জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় পাহাড় টিলা ও কৃষি জমি কাটার মহোৎসবে মেতে উঠেছে মাটি খেকো প্রভাবশালী সিন্ডিকেট সদস্যরা।খননযন্ত্র ভেকুর উপস্থিতি থাকলেও মানুষের দেখা মেলেনি।স্থানীয়দের অভিযোগ, তাঁরা কৌশলে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পুরোদমে পাহাড় কাটে ট্রাকে ট্রাকে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে।এক ট্রাক লাল মাটি বিক্রি হচ্ছে ২ হাজার টাকা করে। পাহাড় টিলা ও কৃষি জমি কাটায় বেপরোয়া হয়ে উঠেছে মাটিখেকোরা।বেপরোয়া মাটি খেকোদের কিছু ঠেকানো যাচ্ছে না। কাটছে নির্বিচারে পাহাড় টিলা ও কৃষি জমি। ফলে পরিবেশ পড়ছে বিপর্যয়ের মুখে।নিবর ভূমিকায় প্রশাসন।রাউজান পৌর নয় নং ওয়ার্ডের অধিকাংশ জায়গা পাহাড়ি এলাকা। এই এলাকায় প্রাকৃতিক ও সামাজিক বনায়নের গাছ-গাছরাসহ ছোট-বড় অর্ধশতাধিক টিলা রয়েছে। ওইসব টিলায় স্ব স্ব স্থানীয় মাটিখেকোদের চোখ পড়েছে। তারা নানা কৌশলে প্রলোভন দেখিয়ে স্থানীয় প্রভাবশালীদের হাত করে এসব এলাকার প্রাকৃতিক অপার সৌন্দর্যের পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি ও সরবরাহ করছে। পাহাড়ের লাল মাটি দিয়ে পুকুর ও নিচু জমি ভরাট করা হচ্ছে। বিভিন্ন ফসল ও সবজি আবাদের নাম করে কিংবা বাড়িঘর নির্মাণের অজুহাতে ২০-৩০ ফুট উঁচু টিলা কেটে সমতলভূমিতে পরিণত করা হচ্ছে।স্থানীয়রা বলেছেন,আগে আওয়ামী লীগ নেতা কর্মীরা কেটেছে পাহাড় টিলা।এখন কাটতেছে বিএনপি নেতাকর্মীরা। তাঁরা এলাকার ছোট-বড় লাল মাটির অনেক পাহাড় ও টিলাসহ বন বিভাগের জমির মাটি কেটে বিক্রি করছেন।পাশাপাশি প্রাকৃতিক ও সামাজিক বনায়নের গাছগুলোও কৌশলে কেটে বিক্রি করেন।খবর নিয়ে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি মাটি খেকোরা দিনে-রাতে ভেকু মেশিন দিয়ে পাহাড় ও টিলার লাল মাটিসহ কৃষি জমি কেটে ভারি ভারি ড্রাম ট্রাকে পরিবহণ করে বিভিন্ন স্থানে কৃষি জমি ভরাটে বিক্রি করছেন।মাটি ভর্তি ওভারলোডের ভারি ড্রাম্প ট্রাক চলাচল করায় গ্রামীণ রাস্তা ও বিভিন্ন আঞ্চলিক সড়ক বিনষ্ট হচ্ছে।রাউজান উপজেলায় কৃষি সুরক্ষা আইন ভঙ্গ করে প্রতি বছর শত শত বিঘা ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে।রাতের আধারে পাহাড় কাটা মাটি দিয়ে কোথাও না কোথাও ভরাট করা হচ্ছে ফসলি জমি। গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।অনুমতি ছাড়াই জমির শ্রেণি পরিবর্তন করে ফেলেছেন বহু মানুষ।অথচ ভূমি কর্মকর্তাদের উদাসীনতায় ব্যবহারভিত্তিক শ্রেণি পরিবর্তন না করায় রাজস্ব হারাচ্ছে সরকার।পরিদর্শনে দেখা গেছে, উপজেলার হলদিয়া-ডাবুয়া ইউনিয়নের শহীদ জাফর সড়কের পাশে কৃষি জমি ভরাট করে বসতবাড়ি নির্মান করা হচ্ছে। এছাড়াও রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান, জারাইতল, কদমপুর ইউনিয়নে মীর বাগিচা, ইউনিয়ন পরিষদের পাশে, চিকদাইর ইউনিয়নে নয়া রাস্তার পাশেসহ বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করে পরিবর্তন করা হচ্ছে জমির শ্রেণি। ২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে। বিভিন্ন গ্রামে ফসলি জমিতে মাটি করে বসতভিটা নির্মাণ করা হচ্ছে। প্রতি বছরই এভাবে কমছে কৃষিজম। বছরের পর বছর এই অবস্থা চলে এলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নিচ্ছেন না ভূমি কর্মকর্তারা।চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, অনুমতি ছাড়াই যারা পাহাড় টিলা কেটে পরিবেশ বিনষ্ট করছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন,পাহাড়-টিলা কাটার অপরাধে কদলপুর এলাকায় আদালতের অভিযান পরিচালনা করে জড়িতদের জমিরানা করা হয়েছে।কেউ অনুমতি ছাড়াই পাহাড় টিলা কাটলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পূর্ব রাউজানে পাহাড়-টিলা কাটার খবর পেয়েছি, অভিযান পরিচালনা করা হবে। কৃষি জমি ভরাট বিষয়ে তিনি বলেন কৃষিজমি ভরাট করে বসতবাড়ি কিংবা অন্য কিছু করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। কেউ না নিয়ে থাকলে অপরাধ হবে। জমির শ্রেণি পরিবর্তন করা হলে অবশ্যই খাজনার পরিমাণ বৃদ্ধি পাবে। ফসলি জমি ভরাটের খবর পেলেই অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট