1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী রাউজান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার-২ রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোস্যাল ক্লাব ওমানে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

রাউজানে ভার্মি কম্পোস্ট উৎপাদনে কৃষক ছগির আহমদের ভাগ্যবদল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা,
অনাবাদি, পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন (ইফনাপ) প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে ভার্মি কম্পোস্ট উৎপাদনে ভাগ্য পরিবর্তন হয়েছে সফল কৃষক ছগির আহমদ এর। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় কৃষক ছগির আহমদ মাসে ৬/৭ হাজার টাকা বাড়তি উপার্জন করে তার পরিবার নিয়ে সুখে-শান্তিতে দিনাতিপাত করছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি অনাবাদি, পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন (ইফনাপ)(১ম সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস কৃষক ছগির আহমদকে ভার্মি কম্পোস্ট উৎপাদনে কমিউনিটি বেইজড প্রদর্শনী স্থাপন করে দেয়। প্রকল্পটিতে ভার্মি কম্পোস্ট পিট, ১০টি রিং ও ৪টি হাবসহ ১টি মেকানিকাল সেপারেশন মেশিন প্রদান করা হয়।প্রকল্পটি পাওয়ার পর কৃষক ছগির আহমদ রাউজান পৌর এলাকার শরীফপাড়া গ্রামে নিজ বসতভিটের আঙ্গিনায় পতিত জমিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করে । উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায়, নিজে স্বল্প পরিশ্রম করে বর্তমানে মাসে ৩৫০ কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদনে সক্ষম হয়েছে। প্রকল্প থেকে বছরে সাড়ে তিন টন ভার্মি কম্পোস্ট বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। শরীফপাড়া আইপিএম কৃষক গ্রুপের মাধ্যমে প্রকল্পদ্বারা সরাসরি উপকারভোগী কৃষকের সংখ্যা ৪০জন।কৃষক ছগির আহমদ বলেন, একসময় কৃষিকাজ করতে জৈবসারের চাহিদা পূরণ করতে তার বেশকিছু টাকা খরচ হতো। বর্তমানে কৃষি অফিসের সহযোগিতায় ভার্মি কম্পোস্ট উৎপাদনে কমিউনিটি বেইজড প্রদর্শনীর মধ্য দিয়ে তিনি নিজের কৃষিকাজে জৈবসারের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় কৃষকদের কাছে কেজি ১৫ টাকা দরে ভার্মি কম্পোস্ট বিক্রি করছেন। যার ফলশ্রুতিতে স্থানীয় কৃষকরা উপকৃত হচ্ছে। তিনি বলেন, প্রকল্পে গরুর গোবরের চাহিদা পূরণের জন্য তিনি গবাদিপশু লালনপালন করছেন। এতে করে গোবরের চাহিদা পূরণের পাশাপাশি দুধ বিক্রি করেও তার কিছু আয় হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবির বলেন, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির আমরা কৃষকদের জৈব সার ব্যাবহারে সবসময় পরামর্শ দিচ্ছি। কৃষক ছগির আহমদকে যে প্রকল্পের আওতায় আনা হয়েছে তাতে তিনি বেশ সফল। ভার্মি কম্পোস্টের চাহিদা পূরণে এই প্রকল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা কৃষি বিভাগ থেকে জৈব সার উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণসহ সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষক ছগির আহমদ এর ভার্মি কম্পোস্টের সাফল্য দেখে অনেকেই ভার্মি কম্পোস্ট উৎপাদনে আগ্রহ প্রকাশ করছে। আগামীতে এই রকম প্রকল্পে আগ্রহী কৃষকদের যাতে আরো বেশী সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট