1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিএনপির দুই নেতার কারণে রাউজান অশান্তঃ এনসিপির প্রার্থী জাহিদুল করিম বাপ্পী রাউজানের বিএনপি নেতা জাগের আহমেদ মেম্বারের ইন্তেকালে গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী রাউজান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেপ্তার-২ রাউজানে বিবাহের ২৫ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোস্যাল ক্লাব ওমানে গাল্ফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

হালদা নদী থেকে মৃত আইড় মাছ উদ্ধার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা,
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ খ্যাত এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে
মৃত আইড় মাছ উদ্ধার হয়েছে। এটির ওজন ১ কেজি ৯০০ গ্রাম। প্রাথমিক তদন্তে মৃত আইড় মাছের শরীরে আঘাতজনিত কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন রাউজান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম। ২২ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হালদা নদীর রাউজান উপজেলার আজিমেরঘাট এলাকা থেকে মৃত মাছটি উদ্ধার করেন বালি শ্রমিকরা। 
স্থানীয় রোসাঙ্গীর আলম জানান, বালির নৌকায় থাকা শ্রমিকরা বেলা সাড়ে ১২টার দিকে আজিমেরঘাট এলাকায় জোয়ারের পানিতে ভাসন্ত অবস্থায় মৃত আইড় মাছটি দেখতে পান। পরে সেটি উদ্ধার করে তীরে নিয়ে আনার পর রাউজান ও হাটহাজারী মৎস্য অফিসারকে বিষয়টি অবহিত করা হয়। বিকেলে মৎস্য অফিসের লোকজন এসে সেটি নিয়ে ময়নাতদন্তের জন্য হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে প্রেরণ করা হয়।রোসাঙ্গীর আলম জানান, মাছটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। গত কিছুদিন পূর্বে হালদা নদীর শাখাখাল মগদাই খালে পানিতে বিষ মারার বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হয়। সেই সময় খালের মগদাই স্লুইস গেইটের ভেতরের অংশে কয়েকশ মিটার এলাকায় চিংড়িসহ নানা প্রজাতির মাছ ভেসে উঠার পর মাছগুলো ধরে বিক্রি করে দেয় কিছু অসাধুচক্র।গত মঙ্গলবার রাতে খালে বিষ দেওয়ার সময় হাতেনাতে কয়েকজনকে শনাক্ত করেন হালদা পাহারায় নিয়োজিত পাহারাদার মোঃ শাহ আলম।  পরে বিষয়টি জেলা-উপজেলা মৎস্য অফিসকে অবহিত করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে উপজেলা মৎস্য অফিস।

স্থানীয় সচেতন মহলে হালদা নদীর শাখাখালে বিষ মারার বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটেছে। স্থানীয়দের মতে, বিষ মারার বিষয়টা খুবই জগন্য একটি কাজ। কারণ জোয়ার-ভাটায় খালের পানি নদীতে গিয়ে মিশে নদীর পানি দূষিত হচ্ছে। যার প্রভাবে নদীতে মৃত মাছ ভেসে উঠেছে।রোসাঙ্গীর আলম জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি ডলফিন দেখতে পান স্থানীরা। তবে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে অন্যত্র ছুটে যাওয়ায় সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। রাউজান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম বলেন,হালদা নদী থেকে এক কেজি নয়শ গ্রাম ওজনের মৃত আইড় মাছ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে প্রেরণ করা হয়েছে। তদন্তে আইড় মাছের শরীরে আঘাতজনিত চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হয়ে অক্সিজেন সংকটে শ্বাস বন্ধ হয়ে মাছটি মারা গেছে। নদীর শাখাখালে বিষ মারার একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। সেটার বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। তিনি আরো জানান, নদীতে ডলফিন সদৃশ একটা কিছু স্থানীয়রা দেখেছে এমন সংবাদ পাওয়ার পর আমরা স্থানীয় পাহারাদারদের নির্দেশনা দিয়েছি যাতে কোথাও ডলফিন ভাসতে দেখলে তাৎক্ষণিক যাতে মৎস্য অফিসে অবহিত করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট