মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়া এয়াকুবদন্ডী শাখায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক.) র পবিত্র ৯৫ তম বার্ষিক খোশরোজ শরীফ পালিত হয়েছে। সারদিনের কর্মসুচিতে পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান. তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ আলোচনা সভা ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজ্বী বদরুল হক। মোঃ ইমরান হোসেন বাবলুর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরফাত হোসেন,মোহাম্মদ হাসান, আসাদুর রহমান আসাদ. মাওলানা ইয়াসিন আরফাত হোসাইনি. মোহাম্মদ আবু নোমান ইফতি প্রমুখ। আলোচকরা বলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ছিলেন মানবতার অগ্রদূত – তাঁহার জিবন আদর্শে মানব কল্যান নিহিত ছিলেন। বর্তমান তাঁহার একমাত্র শাহজাদা আওলাদ এ রাসুল (দঃ) রাহবারে আলম হযরত শাহ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী ( ম.) র নির্দেশে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির মাধ্যমে সার বিশ্ব আজ মানবতার খেদমত করে যাচ্ছেন। জিকিরে সেমা মাহফিল, মিলাদ কিয়াম,ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া কামনা করে মোনাজাত এর পর তাবরুক বিতরণে মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply